দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়া পঁয়ত্রিশোর্ধ্ব শিক্ষকদের এমপিওভুক্ত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে তাদের নিয়োগ সুপারিশ করেছিলো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত এ শিক্ষকদের অধিকাংশ এমপিওভুক্ত হলেও অনেকে জটিলতায় ছিলেন। অবশেষে বুধবার তাদের এমপিওভুক্ত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিলো মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
জানা গেছে, ২০১৮ খ্রিষ্টাব্দের ১২ জুন বেসরকারি স্কুল-কলেজের এমপিও নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এ নীতিমালায় এন্ট্রি লেভেলের শিক্ষক পদে নিয়োগের বয়সসীমা ৩৫ নির্ধারণ করে দেয়া হয়। ফলে, ২০১৯ খ্রিষ্টাব্দের ২য় চক্রে শিক্ষক নিয়োগে পঁয়ত্রিশোর্ধ্বরা আবেদনের সুযোগ পায়নি।
পঁয়ত্রিশোর্ধ্বরা দৈনিক শিক্ষাডটকমকে জানান, নীতিমালা জারির পর পঁয়ত্রিশোর্ধ্বদের প্রার্থীরা শিক্ষক নিয়োগের আবেদনের সুযোগ চেয়ে একটি রিট আবেদন করেন। সে রিট শুনানি শেষে হাইকোর্ট পঁয়ত্রিশোর্ধ্বদের আবেদনের সুযোগ দিয়ে রায় দেন। রায়ে বলা হয়, ২০১৮ খ্রিষ্টাব্দের ১২ জুন এমপিও নীতিমালা জারির আগে যারা শিক্ষক নিবন্ধন সনদ পেয়েছেন তাদের আবেদনের সুযোগ দিতে। পরে এনটিআরসিএ রায়টি আপিল করে। আপিল বিভাগ শুনানি শেষে দেয়া রায়ে, পঁয়ত্রিশোর্ধ্বদের আবেদনের সুযোগ দেয়ার নির্দেশ দেয়। সেই রায় রিভিউ আবেদন না করেই তৃতীয় গণবিজ্ঞপ্তি জারি করা হয়। ফলে পঁয়ত্রিশোর্ধ্বরা আবেদনের সুযোগ পান। তবে তাদের অনেকে এমপিওভুক্ত হতে পারলেও অনেকে পারেননি।
তাদের এমপিওভুক্তির বিষয়ে ২০২২ খ্রিষ্টাব্দের ১৭ এপ্রিল ও ২০২৩ খ্রিষ্টাব্দের ৯ আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিদ্ধান্ত চেয়েছিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সে প্রেক্ষিতে বুধবার সিদ্ধান্ত জানানো হলো।
সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, লিভ টু আপিল মামলার আলোকে এনটিআরসিএর জরুরি বিজ্ঞপ্তিতে এমপিওভুক্তির বিষয়ে কোনো বাধা না থাকায় এনটিআরসিএর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে পঁয়ত্রিশোর্ধ্ব নিয়োগ সুপারিশ পাওয়া অধিকাংশ শিক্ষক ইতোমধ্যে এমপিওভুক্ত হওয়া তাদের এমপিও বহাল রাখা ও অবশিষ্ট শিক্ষকদের এমপিওভুক্ত করার বিষয়ে কার্যক্রম গ্রহণের জন্য বলা হলো।
আদেশটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।