দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও কলেজ সাপ ও সর্প দংশন প্রতিরোধ এবং চিকিৎসা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কলেজের প্রিন্সিপাল আবদুর রশীদ অডিটোরিয়াম এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে সাপের পরিচিতি, আবাসস্থল, সর্প দংশনে করণীয়, চিকিৎসা বিষয়ে আলোচনা করা হয়।
এতে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের নিউমেরারি অধ্যাপক ড. মো. ফরিদ আহসান সুপার।
সেমিনারে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ। এতে কলেজের সব স্তরের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।