দৈনিকশিক্ষাডটকম, সাতক্ষীরা : তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের গতকাল বুধবারই সঠিকভাবে ছাপা হওয়া ইসলাম ধর্মের বই তুলে দেয়া হয়েছে। সংশ্লিষ্টরা বৃহস্পতিবার সকালে দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন, মুদ্রণ প্রমাদের কারণে মাত্র ২৩০টি বইয়ের ভেতরে মলাটে অন্য বইয়ের পৃষ্ঠা ঢুকে পড়েছিলো। মাত্র ২৩০টি বইয়ের ক্ষেত্রে এমনটা হয়েছে বলে জানান তারা। সারাদেশের অন্য কোথাও এমন ত্রুটি পাওয়া যায়নি বলেও জানা যায়।
আরও পড়ুন: সাতক্ষীরার কয়েকটি স্কুল থেকে ফেরত নেয়া হচ্ছে তৃতীয় শ্রেণির ধর্ম বই
এর আগে মঙ্গলবার তুলে নেয়া হয় সাতক্ষীরায় কয়েকটি স্কুল থেকৈ তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ইসলাম ধর্মের সব বই। গত ১ জানুয়ারি বই উৎসবের পরপরই শিক্ষার্থীদের মাঝে বিতরণকৃত ওই পাঠ্যবই ফেরত নেয়ার জন্য প্রধান শিক্ষকদের নির্দেশনা দিয়েছিলেন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষক কর্মকর্তারা। এরপর থেকে ওই পাঠ্যবই শিক্ষার্থীদের থেকে ফেরত নেয়া শুরু করেন শিক্ষকেরা। সহস্রাধিক শিক্ষার্থীর কাছ থেকে বই ফেরত নিলেও মাত্র ২৩০টি বইয়ে অমন ভুল চিহ্নিত হয়েছে। ভুল ধরা পড়ার ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়েছে প্রকাশক ও মুদ্রকর কর্তৃপক্ষ। এমনটা জানানো হয়েছে দৈনিক শিক্ষাডটকমকে।
এদিকে বিষয়টি খতিয়ে দেখার দায়িত্বে রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।