দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থা থাইল্যান্ডের আদলে করার চিন্তা করছে সরকার। গতকাল সোমবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে থাইল্যান্ডের রাষ্ট্রদূত মিজ মেইক সোমা সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সাক্ষাতে দুই দেশের কারিগরি শিক্ষাব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কারিগরি শিক্ষাকে আরো এগিয়ে নেয়ার বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। এ ছাড়াও কারিগরি শিক্ষাকে আরো গ্রহণযোগ্য করতে দুই দেশই সম্মত হয়।
জানা যায়, থাইল্যান্ডের অর্জন বাংলাদেশে কাজে লাগানোর বিষয়ে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিক্ষার্থীদেরকে কারিগরি শিক্ষায় প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানাতে হবে। দুই দেশের শিক্ষায় প্রযুক্তিগত কৌশল এক করার সিদ্ধান্ত হয়। শেষে দুই দেশই কারিগরি শিক্ষার ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।