শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) থেকে আগামী ২৩ সেপ্টেম্বর তিনি টেকনোলজি ও নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করবেন। এ দিনগুলোতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন বিভাগের উন্নয়ন অধিশাখার অতিরিক্ত সচিব মো. বেলায়েত হোসেন তালুকদার।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এসব তথ্য জানিয়ে আদেশ জারি করা হয়েছে।
বিভাগের প্রশাসন ও সংস্থাপন অধিশাখার উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত আদেশে বলা হয়, আগামী ১৬-২৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য টেকনোলজি ও নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান দক্ষিণ কোরিয়ায় অবস্থান করবেন। ওই সময় বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. বেলায়েত হোসেন তালুকদার সচিব মহোদয়ের রুটিন দায়িত্ব পালন করবেন।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।