দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : যাত্রীদের চাপ কমাতে নতুন সূচির প্রথম দিনেই যান্ত্রিক ত্রুটির কারণে আধা ঘণ্টা বন্ধ রাখতে হয়েছে মেট্রোরেল। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে পল্লবী স্টেশনে একটি ট্রেনের স্বয়ংক্রিয় দরজায় ত্রুটি দেখা দেয়ায় এই বিপত্তি ঘটে।
সমস্যা সমাধানের পর বেলা সাড়ে ৩টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।
এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “মেট্রোরেলের দরজা স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ হওয়ার কথা। কিন্তু মিরপুরের পল্লবীতে একটি ট্রেনের দরজা কাজ করছিলো না। এজন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।”
এ বিষয়ে মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারো বক্তব্য পাওয়া যায়নি।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকের মোবাইলে কয়েকবার কল দিলেও তিনি ধরেননি।
শনিবার থেকে নতুন সূচি ধরে চলাচল করছে মেট্রোরেল। নতুন সূচি অনুযায়ী, এখন পিক আওয়ারে ৮ মিনিট পরপর ট্রেন ছাড়বে। আর অফ পিক আওয়ারে আগের মতোই ১২ মিনিট পরপর ছাড়বে ট্রেন।