দায়িত্ব নিয়েই অসহায় শিক্ষার্থীদের পাশে শিক্ষামন্ত্রী - দৈনিকশিক্ষা

কম নম্বর-হাজিরায় উপবৃত্তি বন্ধের সিদ্ধান্ত স্থগিতদায়িত্ব নিয়েই অসহায় শিক্ষার্থীদের পাশে শিক্ষামন্ত্রী

রুম্মান তূর্য, দৈনিকশিক্ষাডটকম |

রুম্মান তূর্য, দৈনিকশিক্ষাডটকম : পঁয়তাল্লিশ শতাংশের কম নম্বর পাওয়া ও ৭৫ শতাংশের কম উপস্থিতি থাকা শিক্ষার্থীদের উপবৃত্তি বন্ধের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, অসচ্ছল শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সরকারের চালু করা উপবৃত্তির মূল সুবিধাভোগীদের অনেকের পক্ষেই সমাপনী পরীক্ষায় ৪৫ শতাংশ নম্বর ও ৭৫ শতাংশ উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয় না। বিষয়টি অনুধাবন করতে পেরে গত শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টকে কম নম্বর ও কম উপস্থিত শিক্ষার্থীদের বাদ দেয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। সংশ্লিষ্ট একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছে। 

প্রসঙ্গত, অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের স্কুলমুখী করা ও ধরে রাখতে উপবৃত্তি ও বিনাবেতনে পড়ার সুযোগ দিয়ে আসছে সরকার। পারফরম্যান্স যা-ই হোক না কেনো শিক্ষার্থীদের স্কুলে রাখাই ছিলো মূল উদ্দেশ্য। এর ফলে স্কুলে উপস্থিতি বেড়ে যায়। ঝরে পড়ার হারও কমতে থাকে। কিন্তু গত বছর সমাপনী পরীক্ষায় ৪৫ শতাংশের কম নম্বর পাওয়া ও ক্লাসে বছরে ৭৫ শতাংশের কম উপস্থিতি থাকা স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষার্থীদের উপবৃত্তি বন্ধের সিদ্ধান্ত দিয়ে গত ৮ জানুয়ারি চিঠি দেয়া হয়। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির পক্ষ থেকে এমন শিক্ষার্থীদের নিষ্ক্রিয় করার নির্দেশও দেয়া হয়। ওই নির্দেশনা অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারির মধ্যে কম নম্বর ও কম উপস্থিতি থাকা শিক্ষার্থীদের নিষ্ক্রিয় করবে স্কুল ও মাদরাসাগুলো। তার আগেই শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই ওইসব অস্বচ্ছল পরিবারের অসহায় শিক্ষার্থীদের সমস্যা অনুধাবন করতে পেরে এ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। 

গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে শিক্ষামন্ত্রীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ হয়  দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকম প্রতিনিধিদের। এ সময় মন্ত্রী বলেন, উপবৃত্তির বিষয়টি সরকারের পলিসি ডিসিশন। এটি বন্ধের সিদ্ধান্ত আপাতত স্থগিত থাকবে। বিস্তারিত পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।  

তিনি বলেন, প্রতিবছর দেশের ২ কোটি শিক্ষার্থী প্রাথমিক পর্যায় অতিক্রম করলেও মাত্র ২০ লাখ শিক্ষার্থী এসএসসি পর্যন্ত শিক্ষাজীবন চালাতে পারেন। কিন্তু এসব শিক্ষার্থীর স্কুলে অন্তত নিম্নমাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রেখে কর্মদক্ষ জনবল গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য।    

জানা গেছে, গত কয়েকদশক ধরে উপবৃত্তির ম্যানুয়ালে ৪৫ শতাংশের কম নম্বর পাওয়া ও ৭৫ শতাংশের কম উপস্থিতি থাকা শিক্ষার্থীদের উপবৃত্তির তালিকা থেকে বাদ পড়বেন বলা থাকলেও ২০২২ খ্রিষ্টাব্দ পর্যন্ত এর বাস্তবায়ন ছিলো না। তবে ২০২৩ খ্রিষ্টাব্দ থেকে ওইসব শিক্ষার্থীকে তালিকা থেকে বাদ দেয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় ২০২৪ খ্রিষ্টাব্দেও ওই শিক্ষার্থীদের বাদ দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিলো। 

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী - dainik shiksha মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে : প্রধানমন্ত্রী সময়মতো যথাযথ অ্যাকশন নেয়া হবে : কাদের - dainik shiksha সময়মতো যথাযথ অ্যাকশন নেয়া হবে : কাদের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই: ঢাবি উপাচার্য - dainik shiksha সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই: ঢাবি উপাচার্য যারা নিজেদের রাজাকার বলেছে তাদের শেষ দেখে ছাড়বো - dainik shiksha যারা নিজেদের রাজাকার বলেছে তাদের শেষ দেখে ছাড়বো সায়েন্সল্যাবে কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ - dainik shiksha সায়েন্সল্যাবে কলেজ শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে - dainik shiksha র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0058538913726807