দৈনিকশিক্ষা প্রতিবেদক: শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আগের ধারাবাহিকতা রক্ষা করেই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবো। বৃহস্পতিবার ঢাকার বনানীর বাসায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এর আগে এই মন্ত্রণালয়ে পাঁচ বছর শিক্ষামন্ত্রী ছিলেন ডা. দীপু মনি, তার সঙ্গে খুবই ঘনিষ্ঠ ভাবে কাজ করেছি সমন্বয় করে। এর ধারাবাহিকতা আমরা বজায় রাখবো। আমরা শিক্ষা পরিবারের সবাইকে সাথে নিয়ে পথ চলার পরিকল্পনাগুলো করব।’
তিনি বলেন, ২০০৯ খ্রিষ্টাব্দ থেকে শিক্ষায় অনেক বিনিয়োগ করেছেন প্রধানমন্ত্রী। শিক্ষায় ব্যাপক উন্নয়ন হয়েছে এবং রূপান্তরের কাজ চলমান। সেই চলমান কাজ আমরা এগিয়ে নিতে চাই। আজ চ্যালেঞ্জের কথা নয় চ্যালেঞ্জ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট জনগণ সৃষ্টির পথে আমরা হাঁটছি সেই ট্রান্সফর্মেটিভ কাজগুলোকে এগিয়ে নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় অংশীজন যারা আছেন শিক্ষা পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন, শিক্ষাবিদ যারা রয়েছেন কারিগরি ও মাদ্রাসা পর্যায়েও যারা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ গুলো নেবো।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী নওফেল বলেন, শিক্ষায় রূপান্তরের যে কাজগুলো চলছিল তা নিয়ে যে অপপ্রচার হচ্ছে, গুজব রটানো হচ্ছে, দূরঅভিসন্ধি মূলক কাজগুলো হচ্ছে সেগুলোতে যেন আমরা কান না দেই, সেগুলোকে যেন আমরা প্রতিহত করি। আমরা ধৈর্য ধরে দেখি কীভাবে এই রূপান্তরের কাজটা আমাদের এগিয়ে নিয়ে যাবে।