দৈনিক শিক্ষাডটকম, দিনাজপুর : দিনাজপুরে তরুণ সমাজকে উদ্বুদ্ধকরণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তরুণদের ‘নৈতিকতা, মূল্যবোধ, পরার্থপরতা ও দেশপ্রেমে তরুণ সমাজকে উদ্বুদ্ধকরণ সম্মেলন’ কমিটি এ আয়োজন করেন।
শনিবার কিউকে আহম্মেদ ফাউন্ডেশন (কিউকেএএফ) এবং ইকো-সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র যৌথ বাস্তবায়নে দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থনীতিবিদ ও কিউকে আহম্মেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ।
এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ (পিপিএম)।
নৈতিকতা, মূল্যবোধ, পরার্থপরতা ও দেশপ্রেমে তরুণ সমাজকে উদ্বুদ্ধকরণ সম্মেলন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের ইএসডিও’র নির্বাহী পরিষদ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক প্রফেসর ড. এসএম মোস্তফা কামাল, রংপুরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের উপ-পরিচালক (অব.) মো. আকতারুজ্জামান, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, কিউকেএএফ ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডা. সৈয়দ রেদওয়ানুর রহমান প্রমুখ।
দিনাজপুর সদর উপজেলার ২০টি স্কুল ও কলেজের ১২৫জন শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার প্রদর্শনী অনুষ্ঠানের পরিচালনা করেন রাজিউদ্দীন চৌধুরী ডাব্লিউ ও নজরুল ইসলাম।
কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন সুলতান কামাল উদ্দীন বাচ্চু ও প্রদীপ ঘোষ। সম্মেলনে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ইএসডিও’র ফোকাল পার্সন শাহ্ মো. আমিনুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাইস প্রজেক্টের প্রজেক্ট অফিসার সুবর্ণা ইসলাম।