বিলুপ্ত হওয়া পটচিত্র আঁকার প্রশিক্ষণ নিচ্ছে দিনাজপুরের কয়েক শ কোমলমতি শিশু শিক্ষার্থীরা। কালের গহ্বরে হারিয়ে যাওয়া পটচিত্রে এক সময়কার শাসক সম্রাট ও রাজা-মহারাজাদের শাসনামলের শাসকেরা ইতিহাস, ঐতিহ্য,সংস্কৃতি ঐতিহাসিক ঘটনা সমুহকে রঙ তুলির আঁচড়ে পটচিত্রের মাধ্যমে ধরে রাখতেন। বর্তমান সময়ের তথ্য ও প্রযুক্তির আধুনিকতার ছোঁয়ায় সেই আজ হারিয়ে যেতে বসেছে। আর ফেলে আসা ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি ধারণ, লালন করতে শিশু কিশোর শিক্ষার্থীদের মাঝে এমন প্রশিক্ষণ দিচ্ছে দিনাজপুর আর্ট একাডেমি।
দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় গড়ে উঠা এই প্রতিষ্ঠানটি ২০১৫ খ্রিষ্টাব্দে সেপ্টেম্বর মাস থেকে কমলমতি শিশু কিশোরদের আর্ট প্রশিক্ষণ দিয়ে আসছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে তিনজন শিক্ষকের প্রচেষ্টায়় ৪ শ শিশু কিশোর শিক্ষার্থী আর্ট প্রশিক্ষণ নিচ্ছে জেলার ফুলবাড়ী, বিরামপুর, বিরল, বীরগঞ্জ ও দিনাজপুর সদরের বিভিন্ন এলাকার কয়েক শতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থীরা।
পরিচালক ও প্রশিক্ষক আবু সাঈদ রুবেল জানান, দেশ থেকে বিলুপ্ত হওয়়া পটচিত্রের শিল্পী গড়ে তুলতে দিনাজপুর তথা বাংলাদেশে তিনিই প্রথম প্রচেষ্টা চালিয়ে আসছেন।
তিনি বলেন, বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুর,জাতীয় কবি নজরুল ইসলাম,দুই বাংলার জনপ্রিয় শিল্পী ও ফিল্ম ডিরেক্টর সত্যজিৎ রায় ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবন, উপন্যাস, নাটক ও চলচ্চিত্র নিয়ে পটচিত্র আঁকছেন আর্ট একাডেমির শিশু শিক্ষার্থীরা।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন।ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।