দুই ছাত্রকে পে*টা*লেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা - দৈনিকশিক্ষা

দুই ছাত্রকে পে*টা*লেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

জাহিন (১৮) নামে ঢাকা কলেজের এক ছাত্রকে সোমবার (১৬ অক্টোবর) পিটিয়ে আহত করেছেন আইডিয়াল কলেজের ছাত্ররা। এর পরিপ্রেক্ষিতে আজ আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থীকে পিটিয়েছেন ঢাকা কলেজের ছাত্ররা। 

  

বুধবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে সায়েন্সল্যাব মোড়ে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, দুপুর ১২টার পর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর আঘাতে আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের মাহিদুল ইসলাম সিহাব এবং বিজ্ঞান বিভাগের সামিউল হাসান আহত হন। তারা দুজনেই প্রথম বর্ষের শিক্ষার্থী। এরমধ্যে সিহাবের বাম হাতে গুরুতর জখম হয়েছে। পরে তাকে পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে অভিভাবকের মাধ্যমে বাড়িতে পাঠানো হয়েছে।

মারধরের শিকার মাহিদুল ইসলাম সিহাব বলেন, ক্লাস শেষ করে বাসায় ফেরার পথে হঠাৎ করে এ ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছে। আমি প্রথম বর্ষের শিক্ষার্থী। আমি কারও সঙ্গে কোনো ধরনের মারামারিতে জড়িত নই। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে পূর্ণ নিরাপত্তা চাই। কোনো কলেজের কোনো শিক্ষার্থী আহত হোক বা কেউ অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত হোক তেমনটি চাই না। মারধর ও ধারালো কিছুর আঘাতের ফলে শরীরে জখম হয়েছে। 

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্যরা সকাল থেকে মাঠে নিয়োজিত থাকার পরও এক ফাঁকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরাও ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে। 

এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) ধানমন্ডির ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সামনে ঢাকা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিন (১৮) আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের হাতে মারধরের শিকার হন। মারধরের ফলে ভুক্তভোগী শিক্ষার্থী মাথায় ও মুখে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়।

মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! - dainik shiksha মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! অ্যাডহক কমিটি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা - dainik shiksha অ্যাডহক কমিটি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে সোহরাওয়ার্দী কলেজ যেনো ধ্বং*সস্তূপ - dainik shiksha সোহরাওয়ার্দী কলেজ যেনো ধ্বং*সস্তূপ জোরপূর্বক পদত্যাগে করানো সেই শিক্ষকের জানাজায় মানুষের ঢল - dainik shiksha জোরপূর্বক পদত্যাগে করানো সেই শিক্ষকের জানাজায় মানুষের ঢল শিক্ষাব্যবস্থার ত্রুটি সারানোর এখনই সময় - dainik shiksha শিক্ষাব্যবস্থার ত্রুটি সারানোর এখনই সময় কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0041658878326416