নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদকে শুভেচ্ছা জানিয়ে বেশ কয়েকটি পত্রিকার গুরুত্বপূর্ণ পাতায় নিজের নামে বিজ্ঞাপন দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
গতকাল বুধবার চবির রেজিস্ট্রারের কাছে বিজ্ঞাপনের খরচের হিসেব চেয়ে চিঠি পাঠিয়েছে ইউজিসি। তবে, এই প্রথম নয়, অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন ছাপায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের জবাবদিহিতা নিশ্চিতে ব্যবস্থা নেয়ার নজির আছে ইউজিসির।
গতকাল পাঠানো কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপপরিচাল মো. গোলাম দস্তগীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে একাধিক সংবাদপত্রে চারকালার বিজ্ঞাপনের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। এ বিজ্ঞাপন কয়টি পত্রিকায় প্রকাশ করা হয়েছে ও ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে তার তথ্য দেয়ার জন্য অনুরোধ করা হলো।
চিঠিতে আরো বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১২ জানুয়ারি জারি করা নোটিশের নির্দেশনা কেনো অনুসরণ করা হয়নি সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
এ বিষয়ে মন্তব্য জানতে চবি রেজিস্ট্রার কে এম নূর আহমদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে দৈনিক আমাদের বার্তা। তবে তার সাড়া না মেলায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
প্রসঙ্গত, চবির ভিসি শিরীণ আখতার ও প্রোভিসি বেনু কুমার দের পদতাগ দাবিতে বেশ কিছু দিন ধরে নানা তৎপরতা চালাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।