আমি বগুড়া ফইজুল্লাহ হাইস্কুলে দুই শিফটে কর্মরত। আমার মতো এ প্রতিষ্ঠানে আরো ছয়জন শিক্ষক আছেন। এ ছাড়া সারা বাংলাদেশে ৬টি প্রতিষ্ঠান আছে যারা ডাবল শিফটে আবেদন করে এমপিও পেয়েছেন। কিন্তু জিওতে ডাবল শিফট উল্লেখ নেই। তাই মন্ত্রণালয় গত ৩ জুন মিটিংয়ের প্রতিবেদনে বলেছে ডাবল শিফটয়ের শিক্ষকদের নতুন এমপিও দেয়া হবে না।
আমাদের তো বয়স শেষ। এখন আমরা কোথায় যাবো? ডাবল শিফট তো ওনারা পর্যায়ক্রমে বন্ধ করবেন তখন তো আমরা আর নন-এমপিও শিক্ষকও থাকবো না। স্কুল আমাদের নিয়োগপ্রাপ্তদের রাখবে না। তখন তো আমরা বেকার হয়ে যাবো।
লেখক: সহকারী শিক্ষক, ফয়জুল্লাহ হাই স্কুল, বগুড়া
(মতামতের জন্য সম্পাদক দায়ী নন)