কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক ব্রাজিল সমর্থক দুধ দিয়ে গোসল করে এখন থেকে ফুটবল খেলায় আর্জেন্টিনা দলকে সমর্থন করার ঘোষণা দিয়েছেন। তাঁর নাম ঈমান আলী। এ-সংক্রান্ত ১ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ী উপজেলার পানি মাছকুটি গ্রামে এ ঘটনা ঘটে। ঈমান আলী ফুলবাড়ী ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।
আর্জেন্টিনার সমর্থকদের দলে কেন যোগ দিলেন, জানতে চাইলে ঈমান আলী বলেন, ‘ছোটবেলা থেকে ব্রাজিলের বড় ভক্ত ছিলাম। সব সময় দলটির জন্য অনেকের সঙ্গে তর্ক করতাম। কিন্তু ক্রোয়েশিয়ার মতো দলের কাছে হেরে যাবে ব্রাজিল, এটা আমি কখনো ভাবতে পারিনি। দুর্দান্ত গোল করেও ব্রাজিলকে সেমিফাইনালে তুলতে পারলেন না নেইমার। আর মেসির দল আর্জেন্টিনা সেই ক্রোয়েশিয়াকে তিন গোলে হারিয়ে দিল। এসব দেখে আমি আর্জেন্টিনার ফ্যান হয়ে যাই। আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থন করব।’
এ বিষয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ‘ব্রাজিল সাপোর্টার, বাসস্ট্যান্ড শাখা’ কমিটির সভাপতি নাহিদ হাসান বলেন, ‘দল হেরে যাওয়ায় ব্রাজিল সমর্থকেরা মনে কষ্ট পাইছে। এ জন্য অনেকেই আর্জেন্টিনায় যাচ্ছে। তবে যারা দুধ দিয়ে গোসল করে দল পরিবর্তন করে, তারা ব্রাজিলের আসল সমর্থক নয়। এরা সুবিধাবাদী। কেউ কেউ দল পরিবর্তন করে আর্জেন্টিনায় যুক্ত হওয়ায় মনে কষ্ট পাইছি। নব্য আর্জেন্টিনা সমর্থক ও তাদের দলের জন্য শুভকামনা রইল।’
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বালতিতে দুধ রাখা। সেখান থেকে আকাশি রঙের একটি বদনায় করে ঈমান আলীর মাথায় দুধ ঢালছেন স্থানীয় আর্জেন্টিনার সমর্থক মাসুদ রানা।
এ বিষয়ে জানতে চাইলে মাসুদ রানা বলেন, ‘ঈমান আলী ব্রাজিলের সমর্থক ছিল। কিন্তু ক্রোয়েশিয়ার সঙ্গে ব্রাজিলের হারের পর সে মনোবল হারিয়ে ফেলে। কিন্তু যে ক্রোয়েশিয়া ব্রাজিলকে হারিয়েছে, সেই ক্রোয়েশিয়া ৩ গোলে হেরেছে আর্জেন্টিনার কাছে। এ কারণে ঈমান আলী আর্জেন্টিনা দলকে ভালোবেসে এই দলে যুক্ত হতে চায়। আজ বিকেলে ফুলবাড়ী উপজেলার পানি মাছকুটি গ্রামের আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতে তাঁকে দুধ দিয়ে গোসল করিয়ে আর্জেন্টিনার সমর্থকদের দলভুক্ত করলাম।’
‘আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী, কুড়িগ্রাম’ নামের একটি ফেসবুক পেজ চালান শহরের বাদশা সৈকত নামের এক তরুণ। তিনি বলেন, ‘আর্জেন্টিনা একটি সেরা দল, এই বোধোদয় ঈমান আলীর মাঝে জন্মেছে, সে জন্য তাঁকে শুভেচ্ছা জানাই। দিন দিন আর্জেন্টিনার সমর্থন বাড়ছে, সবাই আর্জেন্টিনার পতাকাতলে আসছে। এটা আমাদের জন্য আনন্দের খবর।’