দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: প্রবল ঘূর্ণিঝড় রেমালের কারণে সোমবার উপকূলীয় এলাকা সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে বলে জানিয়েছেন দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। রোববার সন্ধ্যায় আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীকাল দূর্গত এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কর্মকর্তা–কর্মচারিরা সার্বক্ষনিক উপস্থিত থাকবে। যাতে করে আশ্রয়ের জন্য কেউ আসলে সহযোগিতা পায়।’
ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, ‘আমাদের আশ্রয় কেন্দ্রের সক্ষমতা পরিপূর্ণ আছে। একদিন আগেই প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছে গেছে। যেখানে ঘর–বাড়ি বা রাস্তাঘাট ক্ষতিগ্রস্থ হচ্ছে দ্রুততার সাথে মূল্যায়ণ করে করে স্ব স্ব মন্ত্রোলয়ের মাধ্যমে রিপোর্ট এনে সমস্যা যাতে সমাধান হয় এ জন্য কাজ চলছে।’
এখন পর্যন্ত কতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ২ জনের নাম শুনেছি। এরমধ্যে একজন আমার নির্বাচনি এলাকা খেপুপাড়ায়। আমার সকলের সাথে প্রতিনিয়ত যোগাযোগ আছে। অন্যান্য এলাকার সাথেও যোগাযোগ আছে। এখানে একটি এলাকা আছে রাঙাবালি। এ মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন একটি এলাকা।
আমি পায়রা পোর্টের চেয়ারম্যানের সাথে কথা বলেছি, তারা রেসকিউ যান তৈরি রেখেছেন। যে কোনো প্রয়োজনে সাহায্যের জন্য তারা তৈরি আছেন। আমরা সম্মিলিতিভাবে কাজ করছি, আশা করি সবচেয়ে কম ক্ষতির মধ্য দিয়ে এবার উতরে যেতে পারব।’
ঘূর্ণিঝড়টির গতি প্রকৃতির বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এটার মূল কেন্দ্র এখন উপকূলে রয়েছে। দুই ঘণ্টার মধ্যে এটি উপকূল অতিক্রম করবে। পরবর্তী যে অংশটি আছে সেটি আরও ৩ থেকে ৫ ঘণ্টায় অতিক্রম করবে। অগ্রভাব এরই মধ্যে অতিক্রম করেছে। মূল অংশ এক থেকে দুই ঘণ্টার মধ্যে অতিক্রম করবে।’