জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, রাষ্ট্রের অন্যান্য অঙ্গের সঙ্গে গণমাধ্যম বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। দেশের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত রাখা জরুরি। দেশ ও জনগণের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে।
শুক্রবার বিকেলে পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবের দ্বিতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সাংবাদিকরা প্রতিষ্ঠানের সুনাম ধরে রেখে স্মার্ট, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখলে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য সহজ হবে। শুধু নতুন ভবন নয় সৃজনশীল ও বস্তুনিষ্ঠ লেখনীতে, জনগণের সমস্যা তুলে ধরে ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দেশের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের গুজবে কান না দিয়ে সঠিক তথ্যসমৃদ্ধ সংবাদ প্রকাশ করতে হবে। দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাইর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জয়নুল আবেদীন রানা।
উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন ও সেলিমা সুলতানা শিলাসহ স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিরা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।