নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন, দেশে তার কিছু অনুসারীরা আছে, তারা এখন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। দেশে শেখ মুজিবের মূর্তি ভাঙা হয়নি, দেশে ফ্যাসিবাদের মূর্তি ভাঙা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। বিক্ষোভ সমাবেশটির আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদের নেতা কর্মীরা।
দেশে চলমান হামলা, ভাঙচুর, লুটপাট, সহিংসতা ও অগ্নিসংযোগের মতো নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক নেতাসহ ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বানে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে ভাসানী অনুসারী পরিষদের নেতা-কর্মীসহ উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয় অ্যাডভোকেট হাস্মাত কাইয়ুমসহ ভাষানী অনুসারী পরিষদ এবং গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা।
মান্না এ সময় আরো বলেন, দেশের মন্দিরগুলোতে নাকি ছাত্ররা আগুন দিচ্ছে এসব তথ্য ভুয়া। বাস্তবিক অর্থে দেশের মন্দিগুলো সাধারণ ছাত্ররাই রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন।
হাস্মাত কাইয়ুম বলেন, স্বাধীনতার ৫৩ বছরে যারাই ক্ষমতায় এসেছে কোনো সরকার কখনো কারো কাছে জবাবদিহি করে নাই। দেশের সংবিধান আইন-কানুন তেমন ভাবে তারা পরিচালনা করেনি।