দৈনিক শিক্ষাডটকম, ময়মনসিংহ : রাজধানীর নিউ বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল শুক্রবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা ও সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে আই দাবি জানায় সংগঠনটি।
শোক বিবৃতিতে নিহত সবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাদের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ শোকসন্তপ্ত সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। একইসঙ্গে এ ঘটনার সঠিক তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
তারা বলেন, রাজধানীর বেইলি রোডে অগ্নি দুর্ঘটনায় ৪৬ জন মৃত্যুবরণ করেছেন, যা খুবই বেদনাদায়ক ও মর্মান্তিক। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারে সবার মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেয়ার জন্য সরকার ও যথাযথ কর্তৃপক্ষকে আহ্বান জানাই।