২০২১-২২ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন টিসি, বিষয়, গ্রুপ, ভার্সন, শিফট ও ছবি পরিবর্তনের সুযোগ দিয়েছে ঢাকা বোর্ড। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন টিসি, বোর্ড পরিবর্তনের মাধ্যমে ছাড়পত্র, বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন ও ছবি পরিবর্তন ও ভর্তি বাতিলের কার্যক্রম চলবে। গতকাল বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
বোর্ড জানিয়েছে, এ কার্যক্রম অনলাইনে চলবে। তাই শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগ করার প্রয়োজন নেই।
জানা গেছে, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রতি বিষয় পরিবর্তনে ২০০ টাকা, বিভাগ বা গ্রুপ পরিবর্তনে ৮০০ টাকা, অনলাইন টিসি বা বিটিসির জন্য ৭০০ টাকা, ভর্তি বাতিলের জন্য ৬০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আর শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলের জন্য কোনো ফি লাগবে না।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।