দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড় ‘রেমাল’এ রূপান্তর হয়ে ধেয়ে আসছে উপকূলে। এর গতিবেগ থাকতে পারে ১২০ কি.মি.। আগামী ২৬ মে মধ্যরাত নাগাদ বাংলাদেশের কুয়াকাটা হতে পশ্চিম-বঙ্গের দীঘার মধ্যবর্তী স্থান দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।
জানা যায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বৃহস্পতিবার (২৪ মে) ভোরে নিম্নচাপে পরিণত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সম্পর্কিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নিম্নচাপটি বর্তমানে বাংলাদেশের মংলা সমুদ্রবন্দর হতে ৮২৫ কি.মি. ও পায়রা সমুদ্রবন্দর হতে ৭৯০ কি.মি. দক্ষিণে অবস্থান করছে।
নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে আগামীকাল ২৫ মে সকাল নাগাদ ঘূর্ণিঝড় 'রেমাল'-এ পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টি পরবর্তীতে উত্তর দিকে অগ্রসর হয়ে আগামী ২৬ মে মধ্যরাত নাগাদ বাংলাদেশের কুয়াকাটা হতে পশ্চিম-বঙ্গের দীঘার মধ্যবর্তী স্থান দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। অতিক্রমের সময় ঘূর্ণিঝড়ের বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ১২০ কি.মি./ঘন্টা।