বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ ও সর্বশেষ শিক্ষামন্ত্রনালয় কর্তৃক ১০-০১-২০২৪ ইং তারিখে জারিকৃত পরিপত্র অনুযায়ী নিয়োগ বিধি মোতাবেক ধড়মোকাম স্কুল এন্ড কলেজ (এমপিওভুক্ত কোড নং ৭৬০৯১২১৩০২) মাধ্যমিক শাখায় নিম্নবর্ণিত শুন্য পদ সমূহে লোক নিয়োগ করা হবে।
যা যা প্রয়োজন:
প্রতিষ্ঠানের নাম: ধড়মোকাম স্কুল এন্ড কলেজ
পদের বিবরণ
১। কম্পিউটার ল্যাব অপারেটর-১জন
২। নিরাপত্তা কর্মী-১জন
৩। পরিচ্ছন্নতা কর্মী-১জন
৪। নৈশ প্রহরী-১জন
পদের ধরণ: শূন্য ও এমপিওভুক্ত
সংখ্যা: ৪টি
বেতন: ১নং পদে (৯৩০০ হতে ২২৪৯০/-, গ্রেড-১৬), ২নং, ৩নং ও ৪নং পদে (৮২৫০ হতে ২০০১০/-, গ্রেড-২০)
শিক্ষাগত যোগাতা: ১নং পদে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ৩ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা/সমমান। অথবা শিক্ষা বোর্ড হতে কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ বিজ্ঞান বিভাগে এইচএসসি/সমমান। এইচ-এসসি/সমমানসহসরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে। সমগ্র শিক্ষা জীবনে ১ টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
২নং ৩নং ও ৪নং পদে শিক্ষাগত যোগাতা: জেএসসি/ জেডিসি/সমমান
বয়স: অনুর্ধ্ব ৩৫ বছর
আবেদন প্রক্রিয়া: বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অত্র প্রতিষ্ঠানের হিসাব নং ১৪২৩ ইসলামি ব্যাংক পিএলসি, হাইওয়ে শাখা, শেরপুর, বগুড়ার অনুকুলে ৫০০ টাকা পে-অর্ডার/ব্যাংক ড্রাফট/ জমা শ্লিপ, ৫ কপি ছবি (পাসপোর্ট সাইজ), জাতীয় পরিচয় পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি ও বিধি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র সহ সরাসরি/ডাকযোগে অধ্যক্ষ বরাবর আবেদন পৌঁছাতে হবে।
আবেদনের সময়: ২২ মার্চ ২০২৪ তারিখ বিকেল ৫ পর্যন্ত
যোগাযোগ: অধ্যক্ষ, ধড়মোকাম স্কুল এন্ড কলেজ,পোষ্ট: মির্জাপুর, উপজেলা শেরপুর, জেলা: বগুড়া।