নওগাঁ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো দপ্তরি কাম প্রহরীরা। এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে দপ্তরি কাম প্রহরীকে নির্যাতন ও অমানবিক কাজ করাতে বাধ্য করার অভিযোগ তুলে এর প্রতিবাদের এ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ পরিষদ নওগাঁ সদর উপজেলা শাখার ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এসময় নির্যাতনের শিকার রাজু বলেন, ২০১৩ খ্রিষ্টাব্দে উপজেলার চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে যোগদান করি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ করিম বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ থেকে শুরু করে টয়লেটও পরিষ্কার করান। এমনকি বিদ্যালয়ে ভাত খাওয়ার পর তার থালাও ধুয়ে দিতে হয়। বছরে সাতদিন নৈমিত্তিক ছুটি থাকলেও তিনি তা দেন না। কিছু বললে বেতন আটকে দেয়ার হুমকি দেন। আমাকে নির্যাতন করা হয়। আমি এর সুষ্ঠ বিচার চাই।
অবস্থান কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, সহ-সভাপতি আরিফ হাসানসহ অন্যরা বলেন, নিয়োগের পর থেকে বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ, টয়লেট পরিষ্কার, দাপ্তরিক কাজসহ অমানবিকভাবে আমাদের দিনে দাপ্তরিক কাজ ও রাতে প্রহরীর দায়িত্ব পালন করতে হচ্ছে। বিদ্যালয়ে চুরি হলে আমাদের জরিমানা দিতে হয়। আসলে আমাদের সঠিক কাজ কি আমরা জানি না। তাই প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠু সমাধানের দাবি জানাই।