দৈনিক শিক্ষাডটকম, প্রতিবেদক : রাজধানীর স্বনামধন্য নটর ডেম কলেজ থেকে ২ হাজার ৫২০ জন পরীক্ষার্থী এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। এ কলেজ থেকে ৩ হাজার ২১৪ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ৩ হাজার ১৯৪ জন পাস করেছেন। ২০ জন পরীক্ষার্থী ফেল করেছেন।
রোববার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর নটর ডেম কলেজে পক্ষ থেকে প্রকাশিত ফলের পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।
জানা গেছে, কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ-৫ পেয়েছেন ৪৩১ জন। আর মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৩০ জন।
ফেল করা ২০ জন শিক্ষার্থীর মধ্যে ৬ জন ফরম পূরণ করেও পরীক্ষায় অংশ নেননি। আর ১৪ জন পরীক্ষা দিলেও পাস করতে পারেননি। ফেল করা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগের ৪ জন ও মানবিক বিভাগের ৭ জন পরীক্ষার্থী রয়েছেন।
জানা গেছে, কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৮০ জন পরীক্ষার্থী এইচএসসিতে অংশ নিয়ে ২ হাজার ৭১ জন পাস করেছিলেন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৩২ জন অংশ নিয়ে পাস করেছেন ৭২৮ জন। আর মানবিক বিভাগ থেকে ৪০২ জন পরীক্ষায় অংশ নিলেও ৩৯৫ জন পাস করেছেন।
জানা গেছে, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশের ৯২ হাজার ৩৬৫ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। গতবারের তুলনায় এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ কমেছে। গতবারের তুলনায় ৮৩ হাজার ৯১৭ জন কম পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর আগে ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এবার পাসের হারও কিছুটা কমেছে। গতবার পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার এইচএসসি ও সমমানে সব বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গতবার এসএসসি ও সমমানে মোট পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ।