রাজধানীর স্বনামধন্য নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার রাতে এ ফল প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা আগামী শুক্রবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
জানা গেছে, জিপিএ ও লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে ২ হাজার ১০০ শিক্ষার্থীকে, বিজ্ঞান বিভাগের ইংরেজি ভার্সনের ৪০০ শিক্ষার্থীকে, মানবিক বিভাগের ৬০০ শিক্ষার্থীকে ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৯০০ জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে মৌখিক পরীক্ষার কক্ষবিন্যাস প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের কোনো কক্ষে ভাইভা হবে সে তথ্য ফলের সঙ্গে জানানো হয়েছে। আগামী শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল আটটা থেকে ভাইভা শুরু হবে।
নটর ডেম কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের শুক্রবার (২৩ ডিসেম্বর) ভর্তিল আবেদনের ক্রমিক নম্বর অনুযায়ী নির্দিষ্ট কক্ষের সামনে উপস্থিত থাকার জন বলা হলো। পরীক্ষা শুরু ৩০ মিনিট আগে কলেজ গেইটে উপস্থিত থাকতে হবে।
মৌখিক পরীক্ষায় অংশ নিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভর্তি আবেদনের প্রবেশপত্র, এসএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড, এসএসসির মূল প্রবেশপত্র, এসএসসির ট্রান্টস্ক্রিপ্ট বা মার্কশিটের ইন্টারনেট প্রিন্ট কপি, দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার রিপোর্ট কার্ড (যদি থাকে), সহশিক্ষা কার্যক্রমের সনদ (যদি থাকে) নিয়ে মৌখিক পরীক্ষা দিতে আসতে হবে।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য নটর ডেম কলেজে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ ও ভাইভার কক্ষবিন্যাস তুলে ধরা হলো।
লিখিত পরীক্ষার ফল ও ভাইভার কক্ষবিন্যাস দেখতে ক্লিক করুন :
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।