‘মুখস্থ নির্ভর জ্ঞান ভিত্তিক পরীক্ষা পদ্ধতির পরিবর্তে যোগ্যতাভিত্তিক মূল্যায়নের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত হতে চাই’ প্রতিপাদ্যে পিরোজপুরের নেছারাবাদে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীদের দাবির সঙ্গে শিক্ষকরাও সহমত পোষণ করে অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীরা নতুন কারিকুলাম বাস্তবায়নের পক্ষে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুন নাফিউ যোজন, আলভী হাসান, অর্ণব অধিকারী, মারইয়াম সোয়াদ, পৃথ্বীরাজ সমদ্দার, সপ্তম শ্রেণির শিক্ষার্থী শ্রেয়শী দাস, শাহদীন ফিরোজী ও পল্লব বেপারী।
শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ডিজিটাল প্রযুক্তি বিষয়ের জেলা পর্যায়ের মাস্টার ট্রেইনার মো. আমিনুল ইসলাম তালুকদার, জীবন ও জীবিকা বিষয়ের জেলা পর্যায়ের মাস্টার ট্রেইনার মো. জিয়াউল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান মানিক।
মাস্টার ট্রেইনার মো. আমিনুল ইসলাম তালুকদার দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা পরিবর্তনের সঙ্গে আছি, পরিবর্তনের সঙ্গে থাকবো। এ কারিকুলাম বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। নতুন কারিকুলাম বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন শিক্ষক, তিনি আন্তরিকতার সঙ্গে কারিকুলাম বাস্তবায়নে সচেষ্ট হবেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভিভাবকদের সার্বিক সহযোগিতার মাধ্যমে এ কারিকুলাম বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে করেন।