যেকোনো শর্তে নতুন নিয়োগের সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন মানোন্নয়ন শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ প্রার্থীরা। তারা ইতোমধ্যে শিক্ষক পদে কর্মরত থেকে এমপিওভুক্ত হয়েছেন। কিন্তু নিজ জেলায় নতুন নিয়োগ পাওয়ার আশায় ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে তারা মেধা তালিকায় এগিয়ে এসেছেন। কিন্তু চতুর্থ ধাপে শিক্ষক নিয়োগের প্রস্তুতি যখন চলছে তখন কর্মরত শিক্ষকদের নতুন নিয়োগ সুযোগ শিক্ষা মন্ত্রণালয় সাময়িকভাবে স্থগিত করেছে। তাই এ প্রার্থীরা আগের চাকরি ছেড়ে ও ইনডেক্স ডিলেট করার শর্তে শিক্ষক পদে শুধু নিবন্ধিত প্রার্থী হিসেবে নতুন নিয়োগ পাওয়ার দাবি জানিয়েছেন।
বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান তারা। এর আগে তারা এনটিআরসিএর সামনে মানববন্ধন করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন মানোন্নয়ন পরীক্ষা দিয়ে জাতীয় মেধা তালিকায় এগিয়ে আসা ইনডেক্সধারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আমরা এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষক, ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ও আমাদের বয়স ৩৫ বছরের নিচে। আমরা একটি নিবন্ধন সনদ নিয়ে শিক্ষক নিয়োগের সুপারিশ পেয়ে নিজ জেলা থেকে দূরের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছি। নতুন নিয়োগ নিয়ে বাড়ির কাছের প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার আশায় ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে মানোন্নয়ন করেছি। আগে ১৪ বা ১৫তম নিবন্ধনে ৬০ বা ৭০ নম্বর নিয়ে উত্তীর্ণ হলেও ১৬তম শিক্ষক নিবন্ধনে আমাদের নম্বর বেড়ে ৮০ কোনো কোনো ক্ষেত্রে ৯০ এর চেয়েও বেশি হয়েছে। কিন্তু মানোন্নয়ন সনদ দিয়ে নতুন নিয়োগের আবেদন করার সুযোগ পাওয়ার আগেই শিক্ষা মন্ত্রণালয় থেকে কর্মরত শিক্ষকদের নতুন নিয়োগ পাওয়ার সুযোগ স্থগিত করেছে। শিক্ষক নিয়োগের অনুসরণীয় পরিপত্রে কর্মরত শিক্ষকদের নতুন নিয়োগ সংক্রান্ত অনুচ্ছেদটি সাময়িক স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে আমরা নিজ জেলা থেকে দূরে কর্মরতরা হতাশ হয়ে পড়েছি। আমরা ইনডেক্সধারীরা বিভাগীয় প্রার্থী হিসেবে আগে আবেদনের সুযোগ পেলেও চতুর্থ ধাপে শিক্ষক নিয়োগের সে সুযোগ পাবো না। আমাদের বয়স ৩৫ বছরের নিচে। আমরা মেধা তালিকায় এগিয়ে এসে এখন নিজেদের পছন্দের প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ পাওয়ার যোগ্য। আমরা শুধু নিবন্ধিত প্রার্থী হিসেবে আবেদনের সুযোগ চাই। আমাদের যেনো আগের চাকরি ছেড়ে বা আগের ইনডেক্স ডিলিট করে নতুন নিয়োগের আবেদন করার সুযোগ দেয়া হয় আমরা সে দাবি জানাচ্ছি। হাইকোর্ট জাতীয় মেধা তালিকা করে নিয়োগের নির্দেশ দিয়েছেন। সে প্রেক্ষিতে জাতীয় মেধা তালিকা করে নিয়োগ দেয়া হচ্ছে। আমরা জাতীয় মেধা তালিকায় এগিয়ে আসার পর আমাদের নিয়োগের সুযোগ না দেয়া হলে সেটি উচ্চ আদালতের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক হবে।
সংবাদ সম্মেলনে অংশ নেন ১৬তম শিক্ষক নিবন্ধনে মানোন্নয়ন করা ইনডেক্সধারী শিক্ষক টুম্পা ঘোষ, মো. নজরুল ইসলাম, মো. ময়নুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মো. শাহজাহান মিয়া, কামরুজ্জামান ও মানিক মিয়া। এক প্রশ্নের জবাবে প্রার্থীদের পক্ষ থেকে জানানো হয়, তারা সবাই জাতীয় মেধাতালিকায় সামনের দিকে রয়েছেন। তাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নম্বর ৮০ থেকে ৯০ শতাংশ। সবার বয়স ৩৫ বছরের নিচে। তাই তারা শুধু নিবন্ধিত প্রার্থী হিসেবে আবেদনের সুযোগ চাই।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।