দৈনিক শিক্ষাডটকম, চট্টগ্রাম : দীর্ঘদিনের অপেক্ষা শেষে জানুয়ারির (২০২৪) প্রথম সপ্তাহে খুলবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এর ফলে সাত শতাধিক শিক্ষার্থীর আবাসন ভোগান্তি কাটবে। গতকাল বুধবার এক বিশেষ সাক্ষাৎকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট সজীব কুমার ঘোষ দৈনিক শিক্ষাডটকমকে এ কথা জানান।
ড. সজীব কুমার ঘোষ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শিক্ষার্থীদের থাকার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং অভ্যন্তরীণ অল্প কিছু কাজ বাকি আছে। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে এটি ছাত্রদের জন্য খুলে দেয়া হবে।
বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। নৈসর্গিক সৌন্দর্যের রাণী খ্যাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরাবরই শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকলেও নেই পর্যাপ্ত আবাসন ব্যবস্থা। শিক্ষার্থীদের এই দুরবস্থা লাঘব করতে ২০১৫ খ্রিষ্টাব্দের ৮ অক্টোবর জননেত্রী শেখ হাসিনা হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল নামে দুটি হলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রীদের ব্যাপক আন্দোলনের ফলে শেখ হাসিনা হল খুলতে বাধ্য হয় চবি প্রশাসন কিন্তু এখনো খোলা হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল।
দীর্ঘ আট বছরের অপেক্ষার প্রহর কাটিয়ে নতুন বছরকে স্বাগতম জানিয়ে খুলতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এতে কিছুটা ঘুচতে যাচ্ছে শিক্ষার্থীদের আবাসন সংকট।
গত ২৭ অক্টোবর ভার্চুয়ালি যুক্ত হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক হলটির আবার উদ্বোধন ঘোষণা করেন।
হলটিতে আবাসন বণ্টনে কলা ও মানববিদ্যা অনুষদের ৩৫ শতাংশ, বিজ্ঞান অনুষদের ১৫ শতাংশ, ব্যবসায় প্রশাসন অনুষদের ১৫ শতাংশ, সমাজবিজ্ঞান অনুষদের ১০ শতাংশ, জীববিজ্ঞান অনুষদের ১০ শতাংশ, আইন অনুষদের ৫ শতাংশ, ইন্জিনিয়ারিং অনুষদের ৫ শতাংশ এবং মেরিন সায়েন্স অনুষদের জন্য ৫ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।