জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ৫৩-তম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে। নবীন শিক্ষার্থীরা ইতোমধ্যে তাদের নির্ধারিত আবসিক হলে উঠতে শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন আবাসিক হলে গিয়ে হল প্রশাসনের সঙ্গে নবীন শিক্ষার্থীদের স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছে। নবাগত শিক্ষার্থীদের দীর্ঘ দিনের গণরুম সংস্কৃতি এখন আর নেই।
ছাত্রদের ৩টি এবং ছাত্রীদের জন্য ৩টি নতুন নির্মিত ৬টি আবাসিক হলসহ ২১টি আবাসিক হলে নবীন শিক্ষার্থীরা প্রত্যেকেই নিজ নিজ সিট পাচ্ছে। নবীন শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করে প্রথম দিনেই হলে সিট পেয়ে তারা খুশি। নবীন শিক্ষার্থীদের সঙ্গে আগত তাদের অভিভাবকরা জানিয়েছেন, হলগুলোর আবাসন ব্যবস্থায় তারা সন্তুষ্ট। স্বস্তির সঙ্গে তারা বাড়ি ফিরে যাবেন।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসন প্রতিটি শিক্ষার্থীর আবাসিক ব্যবস্থা নিশ্চিত করে তাদের ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করেন। এ ব্যাপারে উপাচার্য বলেন, নবীন শিক্ষার্থীরা তাদের নিজ নিজ হলে প্রথম দিনেই সিট পাবে-এটা তাদের অধিকার। এই অধিকার নিশ্চিত করতে পেরে তার প্রশাসন আনন্দিত। তিনি বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তার প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। আবাসিক হলে এবং এ্যাকাডেমিক ভবনগুলোতেও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে তার প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।