দৈনিক শিক্ষাডটকম, নরসিংদী : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী শুক্রবার সকালে অনুষ্ঠিত হবে। নরসিংদীতে ১৫টি পরীক্ষা কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ৯টার পর কোনো অবস্থাতেই কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেয়া হবে না। মোবাইল, ক্যালকুলেটরসহ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস সাথে নেয়া যাবে না। এমনকি মহিলারা তাদের ব্যাগও সাথে নিতে পারবেন না। পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। হিজার কিংবা বোরকা পড়া মহিলা পরীক্ষর্থীদের পরীক্ষা হলে পরীক্ষার সময় কান খোলা রেখে পরীক্ষা দিতে হবে।
নরসিংদী জেলায় ১৫টি কেন্দ্রে ১৪ হাজার ২শ’ ৫১ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
এদিকে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. মাসুম বিল্লাহ জানান, বুধবার সকালে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে কক্ষ পর্যবেক্ষকদের সাথে এক ম বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাঁচদোনা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ৪৪ জন শিক্ষককে নিয়োগ পরীক্ষার দায়িত্ব পালনের সরকারি নির্দেশনা সম্পর্কে অবহিত করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।