খুলনার বেসরকারি নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক কানাই লাল সরকার। তিনি রাজধানী ঢাকার খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ। রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
গত মঙ্গলবার উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্রেজারার পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বেতন ভাতা পাবেন ও পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী তাকে দায়িত্ব পালন করতে হবে।
জানা গেছে, খিলগাঁও মডেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ঢাকার দোহার ডিগ্রি কলেজ এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক কানাই লাল সরকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে তিনি ১৯৮৭ খ্রিষ্টাব্দে কুমিল্লার হোমনা ডিগ্রি কলেজে প্রভাষক পদে যোগ দিয়ে শিক্ষকতা জীবন শুরু করেন।