বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর- ২০২০ পর্যন্ত সংশোধিত) ও সর্বশেষ পরিমার্জন এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক নামদারপুর ফাযিল (স্নাতক) মাদরাসায় শূন্যপদে গ্রেড-৫ উপাধ্যক্ষ ও গ্রেড-১১ পদে ইবতেদায়ী প্রধান নিয়োগ দেওয়া হবে।
উপাধ্যক্ষ পদের প্রার্থীকে ফাজিল/ কামিল মাদরাসার উপাধ্যক্ষ/ মুহাদ্দিস / মুফাসসির/ ফকিহ/ আদিব/ সহকারী অধ্যাপক আরবি পদে ৩ বছরের অভিজ্ঞতা এবং আরবি প্রভাষক পদে ৯ বছরের অভিজ্ঞতা অথবা আলিম মাদরাসার অধ্যক্ষ হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা এবং সহকারী অধ্যাপক আরবি/ সুপার/ আরবি প্রভাষক পদে ৯ বছরের অভিজ্ঞতা অথবা আলিম মাদরাসার অধ্যক্ষ হিসেবে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এমফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২ বছর এবং পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে ৪ বছর অভিজ্ঞতা শিথিলযোগ্য। ইবতেদায়ি প্রধান পদের প্রার্থীকে ইবতেদায়ি মৌলভী পদে ৮ বছরের অভিজ্ঞতা: বয়স ৩৫ বছর। সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য।
এনটিআরসিএ সনদধারীদের অভিজ্ঞতা প্রয়োজন হবে না। উভয় পদের জন্য ৫০০ টাকার পোষ্টাল অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০ সেপ্টেম্বর২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ বিকেল ৪ টার মধ্যে সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), টাঙ্গাইল, জেলা প্রশাসকের কার্যালয়, কক্ষ নম্বর-২০৬, বরাবর আবেদন করতে হবে।
(উপাধ্যক্ষ পদে পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই)।
যোগাযোগ:- অধ্যক্ষ, নামদারপুর ফাযিল (স্নাতক) মাদরাসা, সখিপুর, টাঙ্গাইল।
মোবাইল:- 01309114642