নারীবান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে কুমিল্লার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির (বাইউস্ট) হলে ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। এতে একপ্রকার হাতের মুঠোয় স্যানিটারি ন্যাপকিন সেবা পেতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ও কর্মীরা।
জানা যায়, ১০ টাকার বিনিময়ে একটি কয়েনের সাহায্যে আবাসিক/অনাবাসিক নারী শিক্ষার্থী ও কর্মীগণ স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নারী স্বাস্থ্যের প্রতি যত্নশীল ইতিবাচক মনোভাবকে সকল শিক্ষার্থী স্বাগত জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এ যন্ত্র স্থাপনের ফলে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহে নারী শিক্ষার্থীদের বিদ্যমান সামাজিক টাবুর মুখোমুখি হতে হবে না।