নিউমার্কেটে আগুন : ত্রাতার ভূমিকায় ঢাবি শিক্ষার্থীরা - দৈনিকশিক্ষা

নিউমার্কেটে আগুন : ত্রাতার ভূমিকায় ঢাবি শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি |

ভয়াবহ অগ্নিকাণ্ডে যখন রাজধানীর নিউমার্কেট পুড়ছে, তখন কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কেউবা ছবি তোলা - ভিডিও করাতে ব্যস্ত। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা ত্রাতার ভূমিকায়। কখনো ফায়ার সার্ভিসের পাইপ ধরে, কখনো ব্যবসায়ীদের মালামাল বাইরে আনতে সাহায্যে করেছেন। 

এদিকে ফায়ার সার্ভিসের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অনুভূতি শেয়ার করছেন। রিফাত আহমেদ নামে বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের ওই শিক্ষার্থী লিখেছেন, ভোর ৫ টায় রওয়ানা হলাম গাজিপুর থেকে ক্যাম্পাসে আসবো।

৬ টা ২০ মিনিটি নাগাদ খবর পেলাম নিউ মার্কেটে আগুন লেগেছে। ভেবেছি ছোট আগুন হবে হয়তোবা। পরে ৭টা নাগাদ ক্যাম্পাসে পৌছুলে নিউ মার্কেটে এসে দেখি ভয়াবহ আগুন। পরে সেখানে কিছু করার জন্যে এক্সেসও পাচ্ছিলাম না। কারণ আমি সিভিল ড্রেসে ছিলাম। এরপর লক্ষ্য করলাম স্কাউট এর সদস্যরা কাজ করছেন। ওদের সাথে হাত মিলিয়ে কাজ শুরু করলাম।

রিফাত ছাড়াও এসময় বিশ্ববিদ্যালয়ের দিবা, কালাম, মারগুবা চৌধুরী, কাওসার হাসান রাকিবসহ অনেক শিক্ষার্থীদেরকেই সাহায্য করতে দেখা গেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী হিসেবে নিউমার্কেটের অগ্নিকাণ্ড তাদের কাছে নতুন কিছু না। বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকাতে কোন দুর্ঘটনা ঘটলেই সেখানে দেবদূতের মত সাহায্য করতে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনেককে বলতে শোনা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৎপরতা সত্যিই প্রশংসনীয়। যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ তামাশা দেখেছে তখন তাঁরা আগুন নেভাতে, ব্যবসায়ীদের সাহায্য করতে ব্যস্ত। তাঁদের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে।

গতকাল শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, সাড়ে চার ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডে আড়াইশর মতো দোকান পুড়ে গেছে বলে বাংলাদেশ দোকান মালিক সমিতি সূত্রে জানানো হয়। এছাড়া আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ দমকলকর্মীসহ মোট ৩১ জনকে হাসপাতালে ভর্তি রয়েছেন।

৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও - dainik shiksha ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল - dainik shiksha বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক - dainik shiksha এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত - dainik shiksha জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন - dainik shiksha এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.003619909286499