রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন।
শনিবার সকাল সাড়ে ৯টার মধ্যে ফায়ার সার্ভিসের নয়জন কর্মীসহ মোট ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, “তারা প্রত্যেকেই ধোঁয়াজনিত শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাদের প্রাথমিকভাবে অক্সিজেন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
ঢাকা নিউ মার্কেট লাগোয়া তিন তলা এই বিপণি বিতানে সকাল সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
সেখানে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবির সদস্যরা।