ভয়াবহ অগ্নিকাণ্ডে যখন রাজধানীর নিউমার্কেট পুড়ছে, তখন কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কেউবা ছবি তোলা - ভিডিও করাতে ব্যস্ত। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা ত্রাতার ভূমিকায়। কখনো ফায়ার সার্ভিসের পাইপ ধরে, কখনো ব্যবসায়ীদের মালামাল বাইরে আনতে সাহায্যে করেছেন।
এদিকে ফায়ার সার্ভিসের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অনুভূতি শেয়ার করছেন। রিফাত আহমেদ নামে বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের ওই শিক্ষার্থী লিখেছেন, ভোর ৫ টায় রওয়ানা হলাম গাজিপুর থেকে ক্যাম্পাসে আসবো।
রিফাত ছাড়াও এসময় বিশ্ববিদ্যালয়ের দিবা, কালাম, মারগুবা চৌধুরী, কাওসার হাসান রাকিবসহ অনেক শিক্ষার্থীদেরকেই সাহায্য করতে দেখা গেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী হিসেবে নিউমার্কেটের অগ্নিকাণ্ড তাদের কাছে নতুন কিছু না। বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকাতে কোন দুর্ঘটনা ঘটলেই সেখানে দেবদূতের মত সাহায্য করতে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনেককে বলতে শোনা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৎপরতা সত্যিই প্রশংসনীয়। যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ তামাশা দেখেছে তখন তাঁরা আগুন নেভাতে, ব্যবসায়ীদের সাহায্য করতে ব্যস্ত। তাঁদের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে।
গতকাল শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, সাড়ে চার ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডে আড়াইশর মতো দোকান পুড়ে গেছে বলে বাংলাদেশ দোকান মালিক সমিতি সূত্রে জানানো হয়। এছাড়া আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ দমকলকর্মীসহ মোট ৩১ জনকে হাসপাতালে ভর্তি রয়েছেন।