রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন ওই ভবনের তৃতীয় তলার ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। পরে একে একে ২৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সবশেষ সকাল সাড়ে ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল যোগ দিয়েছে। বিমান বাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে ।
সোয়া দুই ঘণ্টার আগুন রাজধানীর নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় তলাতেও প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়েছে। ফলে নিচ তলা ও দ্বিতীয় তলার দোকানিরা তাদের মালামালা সরিয়ে নিচ্ছেন।