রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের ১২ দিন পর পাটখেত থেকে জান্নাতি বেগম (২২) নামে এক তরুণীর কঙ্কাল উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় মাহফুজ মন্ডল (২১) নামে এক আসামিকে গ্রেফতার।
বুধবার (৯ আগস্ট) কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন মাহফুজ।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামি মাহফুজ মন্ডল উপজাপর বি-কয়া গ্রামের পান্নু মন্ডলের ছেলে। ভুক্তভোগী জান্নাতি বেগম কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের আবুল কাশেম বেপারীর মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই রাত থেকে নিখোঁজ ছিল জান্নাতুল। নিখোঁজের ১২ দিন পর গত ১৭ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া এলাকার সিরাজ মন্ডলের পাটখেতের ভেতর থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়। সে সময় কঙ্কালের পাশে পড়ে থাকা কাপড় ও অন্য সব আলামত দেখে পরিবারের লোকজন জান্নাতির কঙ্কাল বলে শনাক্ত করেন।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, ভিকটিমকে প্রথমে ধর্ষণ করা হয়। পরে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা থানায় মামলা করলে আমরা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাহফুজ নামের এক যুবককে গ্রেফতার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাকে গতকাল ৯ আগস্ট আদালতে পাঠানো হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।