উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং নিজেদেরকে ও ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি বলেছেন, আমরা নিজেদের সঙ্গে প্রতিযোগিতা করতে চাই। আজকে ভালো আছি, কালকে আরো ভালো থাকবো। ভালো থাকতে হলে আমাদের খুব নির্মোহভাবে চিন্তা করতে হবে। কিভাবে ভালো থাকবো, সেজন্য কি করতে হবে, সিদ্ধান্ত কিন্তু আমাদের ওপর। আমাদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে আমাদের সন্তানের ভবিষ্যৎ। আমি কি এমন উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাক সেটি চাই, নাকি এগুলো থেমে যাক সেটি চাই। নিজে রাজনীতির মানুষ, তাই সরাসরিই বলি- সিদ্ধান্ত নিতে হবে নৌকায়। ভোট দিতে হবে নৌকায়। নিজের জন্য ও নিজের সন্তানের জন্য।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে শামসুন্নাহার হলের সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, যেসব দেশ আমাদের উপর চোখ রাঙায় সেসব দেশের তুলনায় আইন-শৃঙ্খলা, শান্তি সবকিছুতেই এমনকি নারী নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রেও আমরা অনেক ভালো অবস্থানে রয়েছি। তারপরেও আমরা অনেক ভালো জায়গায় যেতে চাই।
এসময় হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি আভা দত্তের সভাপতিত্বে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাফিফা জামাল, হল অ্যাসোসিয়েশনের সদস্যরাসহ হলের সাবেক ও বার্তমান ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শামসুন্নাহার হলের ১২ ছাত্রীকে বৃত্তি দেয়া হয়। প্রতিবছর এভাবে হলের ১২ জন করে ছাত্রীকে বৃত্তি দেয়া হবে বলে ঘোষণা করা হয় অ্যাসোসিয়েশনের পক্ষে।
এর আগে হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী উৎসব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।