চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় ফায়জাতুন নুর (৯) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পোলমোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফায়জাতুন উপজেলার খেয়ারহাট এলাকার মো. নুরুল করিমের মেয়ে। সে পোলমোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা এলাকায় নানাবাড়ি থেকে পড়াশোনা করত সে।
দ্রুতগতির সাদা রঙের একটি প্রাইভেট কার ফায়জাতুনকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি।
পোলমোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল গণি বলেন, ফায়জাতুনের বড় বোন মিরসরাই উপজেলা সদরে অন্য একটি বিদ্যালয়ে পড়ে। আজ সকালে বোনের সঙ্গে সে বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে যায় সেখানে। দুপুরে সেখান থেকে বড় বোন ফায়জাতুনকে একটি লেগুনায় তুলে দিলে সে নিজের বিদ্যালয়ের সামনে নেমে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির সাদা রঙের একটি প্রাইভেট কার ফায়জাতুনকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি। বিদ্যালয় এলাকায় স্থাপন করা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া গাড়িটি না থামিয়ে চালক সেটি নিয়ে সটকে পড়েন। নিজের বিদ্যালয়ের সামনে শিশুশিক্ষার্থীর এমন মৃত্যুতে পুরো বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ‘মহাসড়কে গাড়ির ধাক্কায় শিশুশিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখব আমরা।’