সরকারি নির্দেশ না মেনে কোচিং সেন্টার খোলা রাখায় বরিশালের ড্যফোডিল কোচিংসহ একাধিক কোচিং সেন্টারকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে নগরীর বগুড়া রোডে সদর গার্লস স্কুলের সামনে কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নির্দেশ না মেনে খোলা রাখায় বিভিন্ন কোচিং সেন্টারকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে কোনো কোনো কোচিং সেন্টার ভেতরে ছাত্রছাত্রী রেখে বাহির থেকেই তালাবদ্ধ করে দেয়। তবে বিষয়টি আঁচ করতে পেরে পুলিশের হস্তক্ষেপে দরজা খুলতে বাধ্য হন কোচিং মালিকরা।
এ সময় ড্যাফোডিল কোচিং সেন্টারের স্বত্তাধিকারী নাহিদ আল বাসারকে জিজ্ঞাসাবাদের এক পর্যায় নিজেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডাক্তার বলে পরিচয় দেন এবং জানান তিনি কোচিং সেন্টারে পরিচালক। ডাক্তারি সনদসহ যাবতীয় তথ্য উপস্থাপন না করতে পারায় আটক করা হয় নাহিদ আল বাসারকে। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজাদি দেখানোর পরে ছেড়ে দেয়া হয় তাকে। এছাড়াও অন্যান্য শিক্ষকদের জরিমানা করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মন্দিপ ঘরাই দৈনিক শিক্ষাডটকমকে জানান, সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখা শাস্তিযোগ্য অপরাধ। সরকারি আদেশ অনুযায়ী এসএসসি পরীক্ষা চলার সময় সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। কিন্তু দেখা যায় এ আদেশ অমান্য করা হয়। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্দেশ অমান্যকারীদের আইনের আওতায় আনা হয়েছে।