দৈনিকশিক্ষা প্রতিবেদক : আসন্ন জাতীয় নির্বাচনের কারণে ২০২৪ শিক্ষাবর্ষের বই উৎসব পেছানোর ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। নির্বাচনের ঠিক আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ১০ বা ১১ জানুয়ারি বই উৎসব করার কথা ভাবছে শিক্ষা প্রশাসন।
মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু ৭ জানুয়ারি নির্বাচন। নির্বাচন-পূর্ববর্তী সময়টা কেমন থাকবে, সেটাও আমাদের একটু বিবেচনায় নিতে হবে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হয়। সে কারণে এবার বই উৎসবটা ঠিক ১ তারিখে (জানুয়ারি) করবো নাকি নির্বাচনের পরে ১০-১১ তারিখ (জানুয়ারি) করবো, সেটা নিয়ে একটু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি। এবার বই উৎসবটা ঠিক ১ জানুয়ারি করবো নাকি নির্বাচনের পরে ১০-১১ তারিখে (জানুয়ারি) হবে, সেটা নিয়ে আলোচনা চলছে। আমরা একটা সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করছি।
তিনি আরো বলেন, ভর্তির এই লটারিটা আরও পরে হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের কারণে আমরা নভেম্বরের মধ্যেই এটা শেষ করছি। আবার বার্ষিক পরীক্ষা, বার্ষিক সামষ্টিক মূল্যায়নও এগিয়ে এনে দ্রুত শেষ করছি। নির্বাচনের আগের যে পরিবেশ-পরিস্থিতি- সেটা আমাদের অবশ্যই মাথায় নিতে হবে, বিবেচনা করতে হবে।
এর আগে বেলা ১২টার দিকে ডিজিটাল লটারি প্রক্রিয়ার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এক ঘণ্টায় সরকারি স্কুলে ভর্তির ফল প্রস্তুত হয়। পরে বেলা দেড়টার দিকে প্রক্রিয়া হয় বেসরকারি স্কুলে ভর্তির লটারির ফল। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত আছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা । ডিজিটাল লটারির এ অনুষ্ঠান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ফেসবুক পেজ ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।