ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত ৭ অক্টোবর দেশটিতে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের হামলা নিয়ে গোয়েন্দা ব্যর্থতার পরিপ্রেক্ষিতে এক্সে (পূর্বে টুইটার) দেয়া একটি টুইটের জন্য ক্ষমা চেয়েছেন। ওই টুইটে তিনি হামাসের হামলার ঘটনায় ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলোকে দায়ী করেছিলেন।
নেতানিয়াহু বলেছিলেন, হামাসের হামলার আগে তাকে গোয়েন্দা সতর্কতা দেয়া হয়নি। এজন্য তিনি সেনাপ্রধান এবং শিন বেট প্রধানের ওপর দোষ চাপিয়েছিলেন। রোববার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
নতুন টুইটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ভুল ছিলাম। আমি যা বলেছি তা উচিত হয়নি। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি সব নিরাপত্তা সংস্থার প্রধানকে পূর্ণ সমর্থন দিচ্ছি।’
এদিকে ইসরায়েলের নির্বিচার বিমান হামলা ও স্থল আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় এ পর্যন্ত নিহত বেড়ে আট হাজার পাঁচ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহত হয়েছে অন্তত ২০ হাজার ২৪২ জন। এছাড়াও পশ্চিম তীরে এ পর্যন্ত ১১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও এক হাজার ৯০০ জন।
গত ০৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজা ও পশ্চিম তীরে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। অপরদিকে হামাসের হামলায় ইসরায়েল নিহত হয়েছে এক হাজার ৪০৫ জন। আহত হয়েছে পাঁচ হাজার ৪৩১ জন।