ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতিসহ সব বিষয়ে পারদর্শী করে গড়ে তোলা হবে। এক্ষেত্রে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সোমবার (১২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারম প্রতিযোগিতা-২০২৩’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারম কমিটির সভাপতি ড. মো. ইফতেখারুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক প্রতিযোগী উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জ্ঞানভিত্তিক অর্থনীতি ও সমাজ বিনির্মাণে বুদ্ধিবৃত্তিক চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মতো সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি তাদেরকে উদার, মানবিক ও অসাম্প্রদায়িক দক্ষমানব সম্পদে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১০টি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদরা অংশগ্রহণ করছেন।