নেত্রীকে হলের কক্ষছাড়া : অভিযুক্তকে নিয়েই ছাত্রলীগের তদন্ত কমিটি - দৈনিকশিক্ষা

নেত্রীকে হলের কক্ষছাড়া : অভিযুক্তকে নিয়েই ছাত্রলীগের তদন্ত কমিটি

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে হল শাখা ছাত্রলীগের এক নেত্রীকে মারধরের পর কক্ষছাড়া করার অভিযোগ উঠেছে ওই হলের ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসাইনের বিরুদ্ধে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে ছাত্রলীগ। তবে ওই কমিটিতে অভিযুক্তকেও রাখা হয়েছে।

গত সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের উদ্দেশে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো এবং তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট বঙ্গবন্ধু এভিনিউয়ের দপ্তর সেলে জমা দেয়ার নির্দেশ দেয়া হলো।

তদন্ত কমিটিতে আছেন, বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসাইন, উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক অন্তরা দাস পৃথা ও উপ-সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক ফাল্গুনী দাস তন্বী।

গত রোববার মধ্য রাতে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সহসভাপতি আয়েশা সিদ্দিকা রূপাকে হলের ৭ মার্চ ভবনের ১১২১ নম্বর কক্ষ থেকে মারধরের পর টেনেহিঁচড়ে রুম থেকে বের করে দেয়া হয়। সেই সঙ্গে তাঁর জামা-কাপড় ও জিনিসপত্র বাইরে রেখে দেয় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী আতিকার অনুসারীরা। 

ভুক্তভোগী রোকেয়া হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাংবাদিকদের বলেন, আমি খুবই অসুস্থ, কথা বলতে পারছি না। আমি মেডিক্যালে ভর্তি থাকায় পরবর্তী ঘটনা সম্পর্কে জানি না, আপনার মাধ্যমেই আমি তদন্ত কমিটি সম্পর্কে জানতে পারলাম। কিন্তু যে অপরাধী সে নিজে যদি বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয় তাহলে সুষ্ঠু বিচার হবে না এটা অনেকটা নিশ্চিত। আমি নিজেও সন্দিহান আমি সঠিক বিচার পাবো কি-না। 

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আমরা তদন্ত কমিটি গঠন করেছি। অপরাধী যেই হোক না কেন তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং রূপাকে ন্যায় বিচার দেয়া হবে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোকেয়া হল শাখা ছাত্রলীগের এক নেত্রীকে হল থেকে টেনে হিঁচড়ে কক্ষ থেকে বের করে দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান অন্যান্য শিক্ষকদের নিয়ে ভুক্তভোগী আয়েশা সিদ্দিকা রূপাকে দেখতে যান। পরবর্তীতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারাও তাকে দেখতে হলে উপস্থিত হন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE করতে ক্লিক করুন।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.003338098526001