দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়ন অ্যাপ নৈপুণ্যে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও প্রমোশনের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে এসব কাজ শেষ করতে বলা হয়েছে সরকারি-বেসরকারি স্কুলগুলোর প্রধানদের।
সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।
সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত আদেশে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখার আলোকে মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে 'নৈপুণ্য' অ্যাপ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে ২০২৩ শিক্ষাবর্ষ থেকে মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ন এবং শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও প্রমোশন 'নৈপুণ্য' অ্যাপের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
এতে আরো বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে নির্দেশনা মোতাবেক সব প্রতিষ্ঠান প্রধানদের 'নৈপুণ্য' মূল্যায়ন সিস্টেমে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও শিক্ষার্থী প্রমোশন দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হলো।
নৈপুণ্য অ্যাপে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন-প্রমোশনে বিস্তারিত প্রক্রিয়া উল্লেখ করে নির্দেশিকা দিয়েছে অধিদপ্তর। নির্দেশিকাটি দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।