ছাত্র পরিচয়ে চাপ দিয়ে ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বেদার উদ্দিন আহমেদকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৭ আগস্ট) অধ্যাপক বেদার জানান, ‘বিএনপিপন্থি দুই এবং হিজবুত তাহরীরের’ দুই জন শিক্ষকের প্ররোচনায় পদত্যাগে বাধ্য হয়েছেন তিনি।
তিনি আরো জানান, এদিন সকালে কলেজের বর্তমান ও সাবেক কিছু শিক্ষার্থী পরিচয়ে তার রুমে ঢুকে পদত্যাগ করার জন্য নানাভাবে চাপ দিতে থাকে।
একপর্যায়ে ছাত্রদেরকে বোঝানো সম্ভব হলেও চার শিক্ষকের প্ররোচনায় অন্যান্য সব শিক্ষকের আপত্তি থাকা সত্ত্বেও বিকেলে অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।
জানা যায়, পরিস্থিতি এমন জটিল রূপ ধারণ করেছিলো, অধ্যাপক বেদার যদি পদত্যাগ না করতেন তাহলে তাকে শারীরিকভাবে নাজেহাল হতে হতো।