দৈনিক শিক্ষাডটকম, পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আন্তঅনুষদীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ব্যবসায় প্রশাসন অনুষদকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে মাৎস্যবিজ্ঞান অনুষদ।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় এই আসরের সেরা দল ব্যবসায় প্রশাসন অনুষদ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল বাঁশার খান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন, সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল হাসানসহ অন্যান্য শিক্ষকেরা ও সাধারণ শিক্ষার্থীরা।
খেলার শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মাৎস্যবিজ্ঞান অনুষদ। প্রথমে ব্যাট করতে নেমে ব্যবসায় প্রশাসন অনুষদ নির্ধারিত ১৫ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৯৩ রান করতে সক্ষম হয়।
বল হাতে দারুণ চমক দেখিয়েছেন সাদি মোহাম্মদ বিজয়। তিনি ৩ ওভার বল করে ১৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।
৯৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে দ্বিতীয় শিরোপা নিশ্চিত করে মাৎস্যবিজ্ঞান অনুষদ। ব্যাট হাতে দলীয় সর্বোচ্চ রান করেন সাদি মোহাম্মদ বিজয়।
ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন সাদি মোহাম্মদ বিজয় (৪৯ রান ও ২ উইকেট) ।
২০২৪ খ্রিষ্টাব্দ আন্তঃঅনুষদীয় ক্রিকেট টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন সাদি মোহাম্মদ বিজয় (১৬৭ রান )। সর্বোচ্চ উইকেট শিকার করেন ব্যবসায় প্রশাসন অনুষদের হাসিব (৯ উইকেট)। সেরা উইকেট কিপার নির্বাচিত হন মারুফ হাসান শুভ।