পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় গত রোববার অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। পবিপ্রবি’র সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়া বাদী হয়ে মামলাটি করেন। বাংলাদেশ দণ্ডবিধি
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২১শে ডিসেম্বর ২০২২ইং রাত আনুমানিক ৮টায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গেটে পরিবহন শাখার সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ও কতিপয় ৪০/৫০ জন স্থানীয় শিক্ষার্থীদের বাকবিতণ্ডর সৃষ্টি হয়।
বাকবিতাণ্ডার একপর্যায়ে স্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহিরাগত দুস্কৃতিদের সঙ্গে নিয়ে লাঠি, লোহার রড ও ইট-পাটকেল নিয়ে অতর্কিত হামলা করে। যাতে বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র গুরুতর জখম হয়।
ঘটনার সাক্ষী হিসেবে রয়েছেন প্রফেসর ড. সন্তোষ কুমার বসু প্রক্টর, শাহ মাহমুদ সুমন, সহকারী প্রক্টর, মো. আশরাফুল আলম, সহকারী প্রক্টর, সৌদ বিন আলম।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের নবগঠিত কমিটির জন্য আয়োজিত আনন্দ মিছিল ও পথসভায় এ বিবাদের সূত্রপাত ঘটে।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটকে দু’টি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।