এইচএসসি পরীক্ষায় নয়টি সাধারণ বোর্ডে ফেল করা এক হাজার ৬ জন পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ করে পাস করেছেন। এ ছাড়া এবার খাতা চ্যালেঞ্জে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৯৮ জন। ফেল করার পরেও জিপিএ-৫ পেয়েছেন দুইজন। এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১০ জন আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ছয় জন পরীক্ষার্থী।
গতকাল বৃহস্পতিবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি ও আলিম পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে। তবে এ প্রতিবেদন লেখা অবধি কারিগরির শিক্ষা বোর্ডের তথ্য জানা যায়নি।
আগে ফেল করলেও ফল পুনর্নিরীক্ষায় ঢাকা ও মংয়মনসিংহ থেকে একজন করে দুইজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত ১৫ অক্টোবর প্রকাশিত ফলে তারা ফেল করেছিলেন।
খাতা চ্যালেঞ্জের পর ফেল থেকে পাস মার্কস পাওয়া পরীক্ষার্থীরা খুশি হলেও যেসব শিক্ষক খাতা দেখায় ভুল করেছেন তাদের শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকেরা।
পরীক্ষকদের খাতা মূল্যায়নে অবহেলার বিষয়টি স্বীকার করে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমরা প্রত্যেক বছরই পরীক্ষকদের ত্রুটি-বিচ্যুতি পাই। পরীক্ষকদের ভুল-ভ্রান্তির পরিমাণের ওপর নির্ভর করে তাদের সাজা পেতে হবে। আগামী সপ্তাহে তালিকা তৈরি করে ব্ল্যাকলিস্টেড করবো আগামী পাঁচ বছরের জন্য। আমাদের সব পাবলিক এক্সামিনেশন থেকে পাঁচ বছরের জন্য অব্যাহতি দেবো। প্রত্যেক বছর মূল্যায়নের জন্য তাদেরকে পারিশ্রমিক দেয়া হতো, সেটা স্থগিত করা হবে।
এক নজরে খাতা চ্যালেঞ্জের ফল
এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ঢাকা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৩৭ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ২০০ জন পরীক্ষার্থী। ঢাকা বোর্ডের ৫৯ হাজার ৬৭৮ জন পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছিলেন। তাদের মধ্যে ১ হাজার ৩১৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এবার ফেল থেকে এ বোর্ডে ১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
খাতা চ্যালেঞ্জ করে চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১০১ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৬১ জন।
কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৯৩ জন। নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩৬ জন। দিনাজপুর বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৪ জন। নতুন জিপিএ-৫ পেয়েছেন ১২ জন পরীক্ষার্থী।
বরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১ জন। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন পরীক্ষার্থী। এ বোর্ডের ৭ হাজার ২১ জন পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছিলেন। তাদের মধ্যে ৮৯ জনের ফল পরিবর্তন হয়েছে।
ময়মনসিংহ বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৫৯৯ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩২৩ জন। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ জন।
যশোর বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৭ জন। নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন।
রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৯ জন। নতুন জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন পরীক্ষার্থী।
সিলেট বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৫ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৭ জন পরীক্ষার্থী।
আলিম পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে মাদরাসা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১০ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৬ জন পরীক্ষার্থী। এ বোর্ডের ২ হাজার ৭১৪ জন খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। তাদের মধ্যে ৩৬ জনের ফল পরিবর্তন হয়েছে।
প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে পাস করেছিলেন ফেল করা ১ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছিলেন ৫৮৫ জন। গত বছরও ফেল করার পরে জিপিএ-৫ পেয়েছিলেন একজন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।