দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলা করা চারজন শিক্ষকের এমপিও বন্ধ করার উদ্যোগ নিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার কালাউড়া দারুচ্ছুন্নাত কাছিমিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা চলার সময় তারা দায়িত্বে অবহেলা করেছিলেন বলে জানা গেছে। তাই ওই কেন্দ্রের সচিব ও কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্বে থাকা তিন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
ইতোমধ্যে তাদের শোকজ করেছে অধিদপ্তর। বৃহস্পতিবার শোকজ নোটিশটি প্রকাশ করা হয়।
জানা গেছে, ওই শিক্ষকরা হলেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার কলাউড়া দারুচ্ছুন্নাত কাছিমিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. কালিম উল্লাহ, একই মাদরাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান, দারুলহেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন ও একই মাদরাসার সহকারী শিক্ষক আজাদ মিয়া।
অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মো. জাকির হোসাইন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার কলাউড়া দারুচ্ছুন্নাত কাছিমিয়া ফাজিল মাদরাসার কেন্দ্র সচিব ও তার নিয়োগ করা প্রত্যবেক্ষদের দায়িত্ব অবহেলার বিষয়ে জেলা প্রশাসকের কাছ থেকে একটি তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। কেন্দ্র সচিব ও কক্ষ প্রত্যবেক্ষকদের এ ধরণের আচরণ পাবলিক পরীক্ষা আইন-২০১৮ ও এমপিও নীতিমালা পরিপন্থি।
নোটিশে, দায়িত্ব অবহেলার কারণে অভিযুক্তদের এমপিও কেনো স্থগিত বা বন্ধের ব্যবস্থা নেয়া হবে তার কারণ আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে ওই কর্মকর্তাদের।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।